Oppo কোম্পানি প্রতিনিয়ত ই কোনো না কোনো ফোন বাজরে এনেই চলেছে, প্রতিবারের মতোই আবারো নতুন একটি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, প্রতিটি স্মার্টফোনের মতনই এই স্মার্টফোনে রয়ছে দারুণ কিছু ফিচার যা ব্যাবহার কারিদের এই স্মার্টফোনের দিকে একবার হলেও মন আকৃষ্ট করবে। Oppo কোম্পানি তাদের নতুন Oppo A3x 4G মডেলের স্মার্টফোনটি বাজারে নিয়ে আসছে। এই ফোনের দারুণ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক। Oppo A3x 4G স্মার্টফোনটি 4GB 64GB / 4GB 128GB / 6GB 128GB / 8GB 128GB / 6GB 256GB / 8GB 256GB ভেরিয়েন্টের সাথে বাজারে এসেছে, Oppo A3x 4G স্মার্টফোনটির দাম থাকছে 16,999 টাকা থেকে।
Oppo A3x 4G স্মার্টফোনে ডিসপ্লে হিসেবে IPS LCD, 90Hz, 1000 nits (HBM) ডিসপ্লে ব্যাবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে Android 14, ColorOS 14 ভার্সোন থাকছে অপারেটিং সিস্টেম এ। ফোনটিতে চিপসেট ব্যবহার করা হয়েছে Qualcomm SM6375 Snapdragon 6s Gen 3 (6 nm) একটি প্রসেসর রয়েছে। স্মার্টফোনে ক্যামেরা সেকশন এ ব্যাবহার করা হয়েছে 8 MP, f/2.0, (wide), PDAF ক্যামেরা সেটাপ এবং সামনে থাকছে 5 MP, f/2.2, (wide) ক্যামেরা সেটাপ। এর সাথে স্মার্টফোটিকে দীর্ঘসময় ব্যাবহা করার জন্য এতে 5100 mAh ব্যাটারি রয়েছে, ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য 45W wired, PD2.0, PPS, 50% in 30 min (advertised) ওয়াট ফাস্ট র্চাজিং সেটাপ দেখতে পাবেন।
বাংলাদেশে Oppo A3x 4G এর দাম কত?
ডিসপ্লে
Oppo A3x 4G স্মার্টফোনে ব্যাবহার কারিদের দারুণ অভিজ্ঞতা দেবার জন্য 6.67 inches সাইজের IPS LCD, 90Hz, 1000 nits (HBM) ডিসপ্লে ব্যাবহার করছে এর সাথে ডিসপ্লের রেজুলেশন হলো 720 x 1604 pixels এই ডিসপ্লের সাথে ব্যাবহারকারীরা খুবই মানানসই ভাবে মুভি ভিডিও গেম সহ আরো অনেক অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।
প্রসেসর
প্রতিটি স্মার্টফোনের সবচেয়ে বড় শক্তি তার প্রসেসর আর সেই ব্যাপারটা মাথায় রেখে Oppo কোম্পানি এতে Android 14, ColorOS 14 এর সাথে Qualcomm SM6375 Snapdragon 6s Gen 3 (6 nm) চিপসেট ও Octa-core (2x2.2 GHz Kryo 660 Gold & 6x1.7 GHz Kryo 660 Silver) সিপিইউ ব্যাবহার করেছে, যার মাধ্যমে ব্যাবহারকারী সব ধারনের মাল্টি টাস্কিং কাজ করতে পারবে ও স্মার্টফোনটি কনো ল্যাগিং ছাড়াই ব্যাবহারকারীদের দারুণ একটি ইজার এক্সপেরিয়েন্স দেবে।
মেমোরি
Oppo A3x 4G স্মার্টফোনে ইন্টারনাল স্টোরেজ হিসাবে 64/128/256 GB eMMC 5.1 ব্যবহার করা হয়েছে এবং Ram রয়েছে 4/6/8 GB তাছাড়া ও ব্যাবহাকরী চাইলে এর সাথে আলাদা একটি মাইক্রো এসডি কার্ড ব্যাবহার করতে পারবেন।
ক্যামেরা
বর্তমান যুগে ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে স্মার্টফোনের পেছনে, সকল ফোনেই ক্যামেরা রয়েছে, স্মার্টফোনের ক্যামেরা দিয়েই মানুষ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, আর সাবাই চাই তার স্মার্টফোনেও একটি ভালো ক্যামেরা সেটাপ যেনো থাকে। এই স্মার্টফোনে পিছনের মেন ক্যামেরা হিসাবে 8 MP, f/2.0, (wide), PDAF ও সেলফি প্রেমীদের জন্য সামনে থাকছে 5 MP, f/2.2, (wide) ক্যামেরা তাই এর সাহায্য ব্যাবহারকারীরা 1080P এবং 4k ভিডিও ধারন করতে পারবে।
ব্যাটারি
ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ হলো এর ব্যাটারি ব্যাকআপ তবে চিন্তার কনো কারন নেই Oppo A3x 4G স্মার্টফোনে একটি বিশাল 5100 mAh লিথিয়াম ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩ দিন পর্যন্ত সচল রাখবে আর হেবি ইউজে ১ দিনের বেশি ব্যাকআপ পেয়ে যাবে ব্যাবহারকারী। তাছাড়া ও ফোনটি দ্রুত চার্জের জন্য এতে 45W wired, PD2.0, PPS, 50% in 30 min (advertised) ওয়াট এর ফাস্ট চার্জিং ব্যাবহার করা হয়েছে
পরিশেষে বলতে চাই এই স্মার্টফোনের বাজেট অনুযায়ী অত্যান্ত দারুণ একটি স্মার্টফোন, এই ফোনটি ব্যাবহার করে ব্যবহারারা আশাকরি হতাশ হবে না, তারপর ও আপনি ফোনটি কিনতে চাইলে সকল কিছু যাচাই-বাছাই করে আপনার মত অনুযায়ী ফোনটি কিনতে পারেন, এই ফোনটি কেনা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার, আমি শুধু আপনাদের এই স্মার্টফোন সম্পর্কে কিছু ধারণা দিলাম। আর আপনার যদি কনো মতামত থাকে তাহলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন ধন্যবাদ